সময়
- Subrata Bhattacharjee ২৮-০৪-২০২৪

বৃক্ষ বলেছিল নিচু স্বরে
না-শোনার ভান করেছি
পর্বত রাশভারী কণ্ঠে
আমল দিই নি
সমুদ্র ঢেউ হয়ে মাথা ঠুকে
মুখ ফিরিয়ে নিয়েছি
আকাশ কখনো বা গর্জে
তোয়াক্কা করি নি
মাটিও করেছিল সাবধান
রেখেছি তার সাথে ব্যবধান

এখন অদূরে ধ্বংস
ছড়িয়ে দিয়েছে মৃত্যু চরাচরে
থেকে থেকে সংশয়
বন্ধ দোয়ারে,কে যেন কড়া নাড়ে !

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২১-০৪-২০২০ ১৪:২৭ মিঃ

সুশোভন  লেখা